অপসংস্কৃতি মোকাবেলায় বিশ^াসী সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে: অ্যাডভোকেট হেলাল
- বরিশাল ব্যুরো
- ০৫ জানুয়ারি ২০২৫, ০২:৫৫
বরিশাল বিভাগীয় কালচারাল লিডারশিপ প্রোগ্রামে দেশীয় সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা অ্যাডভোকেট মুয়াযযাম হোসাইন হেলাল বলেছেন, বাংলাদেশ অপসংস্কৃতি রোধে বিশ্বাসী সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে। বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে গত শুক্রবার দিনব্যাপী কালচারাল লিডারশিপ প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট হেলাল এ কথা বলেন।
বিপ্লবোত্তর বাংলাদেশ : সাহিত্য-সাংস্কৃতিক চ্যালেঞ্জ ও আমাদের করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বিস্তারিত আলোচনা করেন অনুষ্ঠানের মুখ্য আলোচক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ। সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা ও পরিচালনা বিষয়ে বিশেষ অতিথির আলোচনা করেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সেক্রেটারি ড. মনোয়ারুল ইসলাম। সাংস্কৃতিক আগ্রাসন ও আমাদের করণীয় বিষয়ে আলোচনা করেন সমন্বিত সাংস্কৃতিক সংসদের সাবেক নির্বাহী পরিচালক মুহাম্মদ আতিক উল্যাহ।
বরিশাল সংস্কৃতি কেন্দ্রের সভাপতি প্রফেসর মাহমুদ হোসেন দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল মহানগরীর প্রধান উপদেষ্টা অধ্যক্ষ জহিরউদ্দিন মুহাম্মদ বাবর, বরিশাল জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুল জব্বার, ঝালকাঠির সুগন্ধা সাহিত্য সাংস্কৃতিক সংসদের সভাপতি অধ্যক্ষ ফরিদুল হক প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা